তারেক রহমান জাহাঙ্গীর, বার্তা সম্পাদক : গাজীপুরে গফরগাঁও কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৪টায় জয়দেবপুর মুন্সিপাড়া ডি-২৮, টাওয়ারের দ্বিতীয় তলায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও গফরগাঁও কল্যান সমিতির গাজীপুরের আহ্বায়ক মো. আমির হোসেনের সভাপতিত্বে এবং সমিতির সদস্য সচিব ডা. মোহাম্মদ নজরুল ইসলাম এর সঞ্চলনায় বক্তব্য রাখেন সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম এ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, আবুল কাশেম, খোরশেদ আলম, আ. রশিদ, জিয়াউর রহমান, সাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ সিদ্দিক সরকার, বিশিষ্ট সমাজ সেবক চান্নু মিয়া, অগ্রনী ব্যাংকের গাজীপুর আজ্ঞলিক (সিবিএ) এর সভাপতি মো. আশরাফউদ্দিন, অগ্রনী মডেল কলেজের প্রিন্সিপাল মো. আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে সমিতির সদস্যদের মধ্যে যারা মৃত্যু বরণ করেছেন তাদের রূহের মাগফেরাত, সমিতির উন্নতি, সমৃদ্ধি এবং দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। পরে সকলের মাঝে ফুল ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।