তারেক রহমান জাহাঙ্গীর, বার্তা সম্পাদক : গাজীপুর সদর উপজেলা মণিপুরে ইউনাইটেড মডেল একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ইউনাইটেড মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. ইয়াছিন চৌধুরী ও প্রধান শিক্ষা আ. গফুর খান এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. রিয়াজ উদ্দিন রিয়াজ। সভাপতিত্ব করেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট বাবুল হোসেন খান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড়ের ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব মো. আব্দুল মোতালিব। জাতীয় পতাকা উত্তোলন করেন মনিপুর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু শৈলেশ চন্দ্র বর্মন। একাডেমি পতাকা উত্তোলন করেন ডাক্তার মো. আব্দুল জলিল। স্কাউট পতাকা উত্তোলন করেন হাজী মো. শহিদুল ইসলাম মুসল্লী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শম্পা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল ইসলাম শফি। মো. কামাল সরকার, এস এম কাজল রানা, ডি এম আজহারুল ইসলাম, দেশ গড়ি আদর্শ বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ লোকমান হোসেনসহ অত্র ইস্কুলের শিক্ষক, শিক্ষিকা ছাত্র-ছাত্রী অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিন ব্যাপি অত্র প্রতিষ্ঠানের মাঠে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।