তারেক রহমান জাহাঙ্গীর, বার্তা সম্পাদক : গাজীপুরে “হাতে হাত ধরি সুন্দর সমাজ গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে অরাজনৈতিক সামাজিক সংগঠন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও আলোচনা সভায় বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিকনেতা “পুষ্টি তথ্য” এর সম্পাদক মো. মশিউর রহমান খান।
সভাপতিত্ব করেন কেয়ার এডুকেশন এর সভাপতি এস এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের প্রিন্সিপাল হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আনোয়ার হোসেন, কেয়ার এডুকেশন এর সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন মাস্টার, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মশিউর রহমান, সহ-সভাপতি সাকিদুল ইসলাম শাকিল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. কাজল মিয়া ও মেহেদী হাসান সিরাজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশসহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ৫ই আগষ্ট, ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। আলোচনা সভা শেষে সকল শহীদ ও দেশ ও জাতীর উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়, এবং আগত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।