তারেক রহমান জাহাঙ্গীর, বার্তা সম্পাদকঃ গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ২০২১-২২ কার্যমেয়াদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার সকালে গাজীপুর শহরের থানা রোডস্থ ক্লাবের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মো. গনি মিয়া বাবুল।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জজ কোর্ট এর অতিরিক্ত জিপি এ্যাড. দেওয়ান আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে সাংবাদিকদের অবদান অনেক বেশি। টেকসই উন্নয়ন ও মানবাধিকার সুনিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য মন্তব্য করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে উন্নয়ন ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক। সাংবাদিকদের পেশাগত মানোন্ননের জন্যে সংশ্লিষ্টদের প্রতি আরো অধিক প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান তিনি।
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল। শপথ গ্রহণের পর প্রতিক্রিয়া জানিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আকরাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ ফরিদ, কার্যকরী সভাপতি কাজী মো. মকবুল হোসেন ও আবুল বাশার পলাশ, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মানিক, মনির হোসেন সরকার ও তারেক রহমান জাহাঙ্গীর, যুগ্ম-সম্পাদক মো. আব্বাস উদ্দিন, রুহুল আমিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক-তৌফিক ইসলাম, সহ-সাংগঠনিক মো. মোসলেম উদ্দিন, নির্বাহী সদস্য মো. ছফুর উদ্দিন ছফু, মো. কাজল মিয়া ও তমিজ উদ্দিন তমু।
বিনা প্রতিদন্ধিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি ফিরোজা নাজনীন বাঁধন, সাধারণ সম্পাদক- এম এ ফরিদ, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক- সৈয়দা রোকসানা পারভিন রুবি, ধর্ম বিষয়ক সম্পাদক- এইচ এম মামুনুর রশিদ আরাবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক- নাসিমা আক্তার রেনু ও সমাজ কল্যাণ সম্পাদক- মো. নুরুজ্জামান । আলোচনা শেষে সকলের সুস্থতা-দীর্ঘায়ু এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।