স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীর ২৭নং ওয়ার্ডের ব্রিক ড্রেনসহ আরসিসি সড়ক উদ্বোধন করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু ১২ নভেম্বর বেলা ১১ টায় আমজাদ ব্যাপারী রোড থেকে সাংবাদিক আইয়ুব আলীর বাড়ি পর্যন্ত ৯ লক্ষ ২২ হাজার টাকা ব্যায়ে নির্মিত ৫৬ মিটার ড্রেনসহ রাস্তার উদ্বোধন করেন।
উদ্বোধন করার পর মেয়র আকুয়া দক্ষিণপাড়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় নাগরিকদের সাথে তাদের সমস্যা ও প্রয়োজনীয়তা নিয়ে আলাপ করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. শামসুল হক লিটন, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আইরীন আক্তার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার, স্থানীয় রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।