মো. হুমায়ুন কবির : বৃহস্পতিবার, (৪-নভেম্বর) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এমসি বাজার এলাকায় পিকআপ ভ্যান চাপায় তিন জনের মৃত্যু হয়েছে, আরো অনেকে আহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার ওয়াজ মাহফিল শেষ করে রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের। তারা নানান জায়গায় ওয়াজ মাহফিলে নামাজের নানা উপকরণ সামগ্রী নিয়ে ভ্রাম্যমান দোকান দিতেন।
নিহত ব্যক্তিরা সবাই শ্রীপুর উপজেলার ২নং সিএনবি বাজার এর পাশে ভাড়া থাকতেন। নিহতরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পাইক পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে জনি (৩২) ,খুলনার পাইকগাছা ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহিম হাবিব (৩২) ও ময়মনসিংহের পাগলা থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫)।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন বলেন, দূর্ঘ নার পর পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে। নিহত স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।