মো. কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া মহিলা কলেজের পিয়ন দীর্ঘদিন কলেজে অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল আছে।
সরেজমিনে জানা যায়, যশোর মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের মহাদেব রায়ের ছেলে মহীন কুমার রায় নওয়াপাড়া মহিলা কলেজে পিয়নের চাকরী করা অবস্থায় কলেজ এলাকার অনেক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৮/২০ লক্ষ টাকা নিয়ে গত ২০ জানুয়ারী ২০২০ কলেজ থেকে উধাও হয়ে গেছে। কিন্তু এখনো তার চাকরি বহাল আছে। কলেজ কতৃপক্ষ কোন আইনগত ব্যবস্থা গ্রহন করেনি।
এ বিষয়ে স্থানীয় এক ভুক্তভোগী বলেন, আমি পিয়ন মহীনকে ছেলের চাকরির জন্য ছয়লক্ষ টাকা দিয়েছি। কিন্তু সে আমার ছেলেকে চাকরী না দিয়ে টাকা নিয়ে পালিয়েছে গেছে। আমি কলেজ কর্তৃপক্ষের কাছে অনেকবার অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। আমি এর বিচার চাই।
এ বিষয়ে নওয়াপাড়া কলেজের পিন্সিপাল বিশ্বজিৎ রায় বলেন, পিয়ন মহীনকে চাকরি থেকে বরখাস্ত করার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অপর এক প্রশ্নে তিনি বলেন, লকডাউনের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে দেরি হয়েছে। তার বাড়িতে বারবার নোটিশ পাঠানোর পরেও সে নোটিশের কোন জবাব দেয়নি। সে পালিয়ে যাওয়ার পর থেকেই তার বেতন ভাতা বন্ধ করা হয়েছে, অতিদ্রুত তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।