অনলাইন ডেস্ক : ইরানের প্রাদেশিক রাজধানী তাবরিজে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সৈনিক শপথ অনুষ্ঠান চলছিল শনিবার। এই অনুষ্ঠানে হঠাৎ এমন এক ঘটনা ঘটে, যা দেখে সবাই স্তম্ভিত হয়ে যান। ঘটনা হলো- ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত আইআরজিসির সাবেক কমান্ডার জিনালাবিদিন হুররেমকে থাপ্পড় দিয়ে বসেন এক সেনা সদস্য।
কিন্তু কী কারণে এই থাপ্পড় দেন সৈনিক? কারণ উল্লেখ করে রাষ্ট্রীয় টেলিভিশনকে গভর্নর হুররেম বলেন, ‘সৈনিক আমাকে আক্রমণ করেছিল। কারণ, তার স্ত্রীকে একজন পুরুষ স্বাস্থ্যকর্মী টিকা দিয়েছিলেন।’
গভর্নর আরও জানান, তিনি ওই সৈনিককে চেনেন না। তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন এবং এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করবেন না।
অপরদিকে, তাবরিজের প্রসিকিউটর বিপ্লবী গার্ডের ওই সৈনিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
নিচে ভিডিও ক্লিপ দেয়া হলো।