অনলাইন ডেস্ক : সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও গায়ক বাবুল সুপ্রিয়। পদত্যাগপত্র জমা দিতে মঙ্গলবার সকালে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে গিয়েছিলেন তিনি। সেখানেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন বাবুল। পদত্যাগপত্র টুইটারে পোস্ট করেছেন বাবুল।
২০১৪-তে লোকসভা ভোটে বিজেপি-র টিকিটে আসানসোল থেকে নির্বাচিত হন বাবুল। সেসময় শপথ গ্রহণের পর ও আজ পদত্যাগের পর দিল্লির একই জায়গায় তোলা ছবিও টুইটারে পোস্ট করেছেন তিনি।
গত আগস্টে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল বাবুলকে। মন্ত্রিত্ব থেকে বাদ পড়ার পরই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। তার পর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে তৃণমূলে যোগ দেন। সাংসদ পদ থেকে ইস্তফা দেয়ার জন্য স্পিকারের কাছে একাধিক বার আবেদন জানান। কিন্তু নানা কারণে সেই সাক্ষাৎ হয়ে ওঠেনি।