ফরিদুল ইসলাম রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের জন্য স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ অক্টোবর ( বৃহস্পতিবার) কুচলীবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড জোড়াপুল সংলগ্ন স্থানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন,পাটগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. হারুন মিয়া, পাটগ্রাম উপজেলা উপ -সহকারী কৃষি অফিসার মো. মোশায়েদ হোসেন রানা সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার মো. হারুন মিয়া ব্রি-৭১ ধানের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন ও পোকা দমনসহ ফসলের কার্যকারিতা তুলে ধরেন। সেই সাথে তিনি মসলা জাতীয় ফসল উৎপাদনের জন্য তাগিদ দেন।
পাটগ্রাম উপজেলা উপ -সহকারী কৃষি অফিসার মো. মোশায়েদ হোসেন রানা বলেন, নিয়মিত ফসলী জমিতে গিয়ে ফসলের রোগ নির্ণয় করে যথাযথ ভাবে স্প্রে সহ যাবতীয় ব্যবস্থা করতে হবে। কৃষি অফিস থেকে সব ধরণের সাহায্য করতে আমরা সব সময় প্রস্তুত আছি।