তারেক রহমান জাহাঙ্গীর : “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার” এই শ্লোগানকে সামনে রেখে গত এক বছর আগে সারা বাংলাদেশে “আমার বাংলাদেশ পার্টি” নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার সকাল দশটায় জয়দেবপুরে ফুড ফ্যান্টাসী থাই চাইনিজ রেস্টুরেন্টে গাজীপুর জেলা ও মহানগর এর যৌথ উদ্যোগে উপজেলা ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলার আহবায়ক ও বাংলাদেশ টুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশনের চেয়ারম্যান এম আমজাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির আহবায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম সদস্য সচিব বি এম নাজমুল হক, এবি যুব পার্টির প্রধান সমন্নয়ক এ বি এম খালিদ হাসান, গাজীপুর মহানগরের আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন, আমার বাংলাদেশ যুব পার্টির গাজীপুর জেলা ও মহানগরের আহবায়ক মাসুদ জমাদ্দার রানা।
গাজীপুর মহানগরের যুগ্ম আহবায়ক এস এম ইকবাল হোসেন ও গাজীপুর মহানগর সদস্য সচিব প্রভাষক শফিকুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এছাড়াও বক্তব্য রাখেন শাহ আব্দুর রহমান, এম. ইলিয়াস আলী, ব্যারিস্টার আলতাফ হোসেন, আঃ হালিম নান্নু, মহিলা নেত্রী সুলতানা রাজিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, মাওলানা শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মঈনুল ইসলাম সরকার, গোলাম মোক্তাদী রিপন, কবি মশিউর রহমান ও শাহ জাহান আলী প্রধান প্রমুখ। অনুষ্ঠানে শেষে গাজীপুরের সকল উপজেলার বিভিন্ন দল থেকে আসা লোকজন এবি পার্টির সদস্য ফরম পুরুণ করে যোগদান করেন এবং দেশ বরেণ্য শিল্পীরা গান পরিবেশন করেন।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষে এবি পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।